[caption id="attachment_2977" align="alignnone" width="300"] রাউজান উপজেলা এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশদর্শী চাকমার উপস্থিতিতে চট্টগ্রামের জেলা পুলিশের একটি দল এস আই সাবিরের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা স্বপন বড়ুয়ার শেষকৃত্যানুষ্ঠানে তাঁর প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়।[/caption]
এস এম নুরুল আলম খোকন : রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র বড়ুয়ার বাড়ির প্রয়াত বিমল মাষ্টারের ১ম পুত্র বীর মুক্তিযোদ্ধা স্বপন বড়ুয়ার শেষকৃত্যানুষ্ঠান মঙ্গলবার (৫ জানুয়ারি) ২০২১ইং নিজ বাড়িতে সম্পন্ন হয়।
রাউজান উপজেলা এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশদর্শী চাকমার উপস্থিতিতে চট্টগ্রামের জেলা পুলিশের একটি দল এস আই সাবিরের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা স্বপন বড়ুয়ার শেষকৃত্যানুষ্ঠানে তাঁর প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় জাতীয় পতাকা দিয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা স্বপন বড়ুয়ার দেহ ঢেকে দেয়া হয়।
শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০নং পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদ, ইউপি সদস্য ফুটন বড়ুয়া, পূর্বগুজরা পুলিশ বিটের তদন্ত সহকারী জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ইউছুপ খান, মুক্তিযোদ্ধা সাধন পালিত, মুক্তিযোদ্ধা বাদল পালিত,
মুক্তিযোদ্ধা সাধন বড়ুয়া, মুক্তিযোদ্ধা সুশিল বড়ুয়া, মুক্তিযোদ্ধা রেজাউল করিম. শিক্ষক তাপস কুমার বড়ুয়া, ইতিহাস৭১ টিভির প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাউজান উপজেলার মোসলেহ উদ্দিন কাউছার,
সত্ত রঞ্জন দাশ, বীর উত্তম বড়ুয়া, একেএম আমিনুল ইসলাম মনজুর, অর্জন বড়ুয়া, লিটু বড়ুয়া সহ প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা স্বপনবড়ুয়ার প্রতি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ব্যানার ও ফূল দিয়ে শ্রদ্ধা জানান।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.