প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৮:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২০, ৩:২৯ অপরাহ্ণ
১৭ নং ওয়ার্ডে যুব রেডক্রিসেন্টের উপহার বিতরন
জুবাইর চট্রগ্রাম
১৯/০৬/২০২০
- প্রতিনিয়ত করোনা ভাইরাস শুরু থেকে গরিব,দুঃখি,অসহায়,নিম্ন মধ্যস্তদের পাশে, প্রকৌশলী_জ্যোতির্ময়_ধর ও যুব রেডক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের পক্ষ থেকে এই করোনা কালীন সময়ে কর্মহীন হয়ে পরা ৫ হাজার পরিবারের মধ্যে মানবতার উপহার দিনের খাদ্য সামগ্রী বিতরন করে আসছেন পাশাপাশি ঘরভারা মউকত,ঝড় বৃষ্টি, মশা নিবরন,হতে ১৭ নং ওয়াড বসবাসরত মানবের পাশে,
একেএম তরিকুল ইসলাম রানা,
সাধারণ সম্পাদক ৩নং ইউনিট আওয়ামীলীগ ১৭নং ওর্য়াড চট্টগ্রাম মহানগর
যুগ্ন_সম্পাদক_চট্টগ্রাম_জেলা_মহানগর_বাস্থহারা_লীগ
এই সময় উপস্থিত ছিলেন যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সাল , যুব রেডক্রিসেন্টের সিনিয়র যুব সদস্য প্রকৌশলী জ্যোতির্ময় ধর , রক্ত বিভাগীয় উপ প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী প্রমুখ । তিনি প্রতিটি ঘরে ঘরে গিয়ে নিজের হাতে তালিকা তৈরি করে এই প্রোগ্রাম শুরু করেন যা আজো চলমান রয়েছে । উল্লেখ্য তরিকুল ইসলাম রানা , চট্টগ্রাম শহরে তাঁর মালিকানাধীন নিরাপদ হাউজিং সোসাইটির , ভাড়াটিয়াদের ও ওয়াডের আরো অনেকের দু মাসের ভাড়া মৌকুফ করে এই করোনা মহামারী কালীন সময়ে , মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন ।আজ উপহার সামুগ্রিক বিতরন শেষে তিনি প্রকৌশলী জ্যোতির্ময় ধর সহ যুব রেডক্রিসেন্টের প্রত্যেক স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে তিনি যুব রেডক্রিসেন্টের সকল কার্যক্রমে অংশগ্রহণ করার ইচ্ছা ব্যাক্ত করেন । এ সময় তিনি তাঁর এলাকাবাসীকে অযথা ঘর থেকে বের না হওয়ার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান ।
এই সময় উপস্থিত ছিলেন যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সাল , যুব রেডক্রিসেন্টের সিনিয়র যুব সদস্য প্রকৌশলী জ্যোতির্ময় ধর , রক্ত বিভাগীয় উপ প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ও ডা: ছোটন বৈদ্য ৭১'স্মৃতির সভাপতি তাজুন আরো অনেকে
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.