[caption id="attachment_2918" align="alignnone" width="300"]
নাইজারে জঙ্গি হামলায় নিহত ৭০।[/caption]
ইতিহাস ৭১ অনলাইন ডেস্ক : জঙ্গিদের হামলায় নাইজারের সীমান্তবর্তী এলাকার দুই গ্রামে অন্তত ৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
রবিবার (৩ জানুয়ারি) দেশটির নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানান, শনিবার (২ জানুয়ারি) চমবাঙ্গু গ্রামে হামলার ঘটনায় অন্তত ৪৯ বাসিন্দা নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ‘আল কায়েদা’ এবং ‘ইসলামিক স্টেট (আইএস)’ এর জঙ্গিরা প্রায়ই হামলা চালায়। দেশটির পশ্চিমাঞ্চলে মালি ও বুরকিনা ফাসো সীমান্তবর্তী এলাকায় এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে নাইজেরিয়া সীমান্তবর্তী এলাকায় জঙ্গি হামলার ঘটনায় গত বছরই হাজারও মানুষ নিহত হয়েছেন।
অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে, নাইজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, জারুমদারে গ্রামে হামলার ঘটনায় প্রায় ৩০ জন নিহত হয়েছেন। দেশটির সরকার এ হামলার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.