[caption id="attachment_2912" align="alignnone" width="300"]
র্যাব-৭ এর অভিযানে মাদক দ্রব্যসহ আটক ৪ জন।[/caption]
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় এনায়েত বাজারে অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে ৬৬০ পিস ইয়াবা, ৭২ বোতল ফেনসিডিল ও ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
রবিবার (৩ জানুয়ারি) তাদের আটকের বিষয়টি জানানো হয় র্যাবের পক্ষ থেকে। আটককৃতরা হলো যথাক্রমে মো. নান্নু প্রকাশ আলমগীর (৫৮), মো. রাসেল (২৭), মোহাম্মদ ইউনুস (৫০), সানি হোসেন (২০)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, এনায়েত বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক সহ গ্রেপ্তারকৃত ৪ জনকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.