নিজস্ব প্রতিবেদক : এবিএম মহিউদ্দিন চৌধুরীর মতো দলের জন্য নিবেদিত প্রাণ নেতা পাওয়া অনেক কঠিন। যেখানে মানুষের কষ্ট দেখতেন, সেখানেই তিনি ঝাঁপিয়ে পড়তেন, তাকে হারিয়ে আজ আমি নিজেকে বড় একা মনে করছি। শনিবার (২ জানুয়ারি) বিকেলে আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথাগুলো বলেন।
এসময় তিনি আরো বলেন, বিএনপির আমলেও মহিউদ্দিন ভাই মেয়র হিসেবে জয় লাভ করেছেন। সব আন্দোলন সংগ্রামে মহিউদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমরা কাজ করেছি। তিনি কখনও ভয় পেতেন না
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, চট্টগ্রাম মহানগরে আবার নির্বাচন হতে যাচ্ছে। ৪১ ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে আমাদের নেতাকর্মীরা ভ্যানগার্ডের মতো দাঁড়িয়ে দায়িত্ব পালন করলে, মহিউদ্দিন চৌধুরীকে যেভাবে মেয়র করেছি- সেভাবে আবারও আমরা জয়ী হতে পারবো।
চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শাহাদাত হোসেন তসলিম, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি প্রমুখ।