রামগড়(খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতাঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের ভয়াবহতায় স্বাস্থ্য বিধি মেনে রামগড়ে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার(৩০ ডিসেম্বর) বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ রামগড় আঞ্চলিক কার্যালয়ের হল রুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্যদিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা ভূবন জ্যোতি বৈষ্ণব। এসময় রামগড় উপজেলা শাখা টিএসএফ'র সভাপতি রংচান ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক বাত্রিকস কেক সাংগঠনিক সম্পাদক ও রামগড় বাত্রিকস আঞ্চলিক শাখার সাবেক সভাপতি আনন্দ মোহন ত্রিপুরা, সাবেক বাত্রিকস রামগড় আঞ্চলিক শাখার সাবেক সাধারণ সম্পাদক উত্তম ত্রিপুরা, সংগঠনের সাধারণ সম্পাদক ললিত কিশোর ত্রিপুরা, বাত্রিকস কেক ধর্ম বিষয়ক সম্পাদক হরিসাধন বৈষ্ণব, বাত্রিকস কেক সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা, বাত্রিকস সহ-সাধারণ সম্পাদক বিপ্লব ত্রিপুরা- প্রচার সম্পাদক গোলাপ ত্রিপুরা, টিএসএফ কেক দপ্তর সম্পাদক ধীমান ত্রিপুরা, টিএসএফ রামগড় কলেজ শাখার সভাপতি চুপান্তী ত্রিপুরাসহ ছাত্র-ছাত্রী বৃন্দ প্রমুখ। পরে প্রধান অতিথী ও বিশেষ অতিথিসহ সংগঠনের নেতৃবৃন্দ ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ব শান্তি কামনায় মোমবাতি প্রজ্জলন করা হয়।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.