রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতাঃ
খাগড়াছড়ির মানিকছড়ি-রামগড় সীমান্তবর্তী সালদা এলাকার গভীর অরণ্যে থেকে মানিক চন্দ্র ত্রিপুরা (৬০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ। জানা গেছে, রবিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার পর মানিকছড়ি-রামগড় উপজেলার সালদা শশ্মান এলাকার জঙ্গলে এক বৃদ্ধার মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে সোমবার সকাল বাঁশের সাথে সাদা থামিতে(কাপড়) ফাঁস লাগানো ঝুলন্ত লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় রামগড় থানা পুলিশ। নিহতের বাড়ী মানিকছড়ির বাটনাতলী ইউনিয়নের সাধুপাড়ার ত্রিপুরা গ্রামের। রামগড় থানার ওসি (তদন্ত) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল রামগড় উপজেলায় হলেও লোকটির বাড়ি মানিকছড়ি উপজেলার। এব্যাপারে থানায় জিডি করা হয়েছে। লাশ ময়না তদন্তে খাগড়াছড়ি মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.