মোহাম্মদ অলি উল্লাহ
চট্রগ্রাম বয়েজিদ থানাধীন অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউ টু কুয়াইশ রোড়ে এক ব্যক্তি বৃক্ষ রোপণ করেছেন সিএনজি গাড়ির উপর
মোঃ শামীম, ৪২, পিতা মোহাম্মদ আলী
মোঃ শামীমের ৩মেয়ে ১ছেলে, স্থায়ী ঠিকানা-
অক্সিজেন, ৩নংওয়ার্ড, শহীদ নগরের ছেলে তিনি
পেশা সিএনজি চালক বৃক্ষরোপণ জমিতে না করে গাড়িতে কেন করলেন , তার জবাবে বৃক্ষ প্রেমিক বলেন গাড়িতে করলাম এই কারনে যাতে কোন প্রেসেঞ্জার বা পথ চারী যেন দেখতে পায় এবং সচেতন হয় এবং মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন
করোনাভাইরাস যদিও আমাদের সব অগ্রযাত্রা সাময়িকভাবে থামিয়ে দিয়েছে, আমার আশা জনগণ এর থেকে মুক্তি পাবে এবং আমরা আবারও এগিয়ে যাব। প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা যেমন দরকার, তেমনি দরকার জনগণের খাদ্য ও পুষ্ট তিনি আরো বলেন
সবুজ শ্যামল বিশ্বের মানচিত্র রক্ষার জন্য আজ একটি মাত্র পথ আমাদের সামনে খোলা রয়েছে,আর তা হলো অধিক হারে বৃক্ষরোপণ৯ । সরকারি স্লোগানের সাথে সুর মিলিয়ে পড়তে হবে ” একটি গাছ কাটার পূর্বে তিনটি চারা গাছ লাগাতে হবে। ” নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। “আসুন গাছ লাগানো সামাজিক আন্দোলনে পরিণত করি
বৃক্ষপ্রেমিক আরো বলেন দূষণের মারণ রোগে আক্রান্ত আমাদের বিশ্বপ্রকৃতি। এই কঠিন অসুখের এক অন্যতম ঔষধ বৃক্ষরোপণ।মানুষের চাহিদার কারণে দিন দিন ব্যাপক হারে বাড়ছে অরণ্য উচ্ছেদ।যার কারণে প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে বলে মন্তব্য করেন তিনি