আবদুল মান্নান, মানিকছড়ি ঃ-
মানিকছড়ির বাটনাতলী এলাকার বনাঞ্চল থেকে উদ্ধার করা একটি বানর ও দুইটি গন্ধ গকুল চট্টগ্রাম চিড়িয়াখানা হস্তান্তর করেছেন উপজেলা প্রশাসন।
৬ ডিসেম্বর দুপুরে উপজেলার বাটনাতলী বনাঞ্চলে একটি বানর ও দুইটি গন্ধ গকুল ধরাসায়ী হন জনতার হাতে। ফলে বিষয়টি উপজেলা আওয়ামীলীগ সাধারণত সম্পাদক মোঃ মাঈন উদ্দীন এর নজরে এলে তিনি এসব বন্যপ্রাণী চিড়িয়াখানায় হস্তান্তরের ইচ্ছাপোষণ করলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদকে অবহিত করপন প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান। পরে অল্প সময়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় যোগাযোগ করেন ইউএনও তামান্না মাহমুদ। রাত সাড়ে ৮টায় সরজমিনে আসেন চিড়িয়াখানার মোঃ সুমন ও তার সহযোগিরা। রাত সাড়ে ৯টার পর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান বাসা থেকে একটি বানর ও দুইটি গন্ধ গকুল নিয়ে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওয়ানা করেন তারা। চিড়িয়াখানার স্টাফ মোঃ সুমন জানান, আটক গন্ধ গকুল দুটির বয়স ৮/৯ বছর।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.