খাগড়াছড়ি সংবাদদাতা
খাগড়াছড়িতে ২৯ তম আন্তর্জাতিক ও ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরন হয়ে জন্মালে অভিশাপ নয়, সহযোগিতা পেলে আর্শীবাদ হয়ে উঠবে। কোভিড-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুনভাবে টেকসই বিশ্ব গড়ি এই প্রতিপাদ্যে ২৯ তম আন্তর্জাতিক ও ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে খাগড়াছড়িতে।
আজ বৃস্পতিবার খাগড়াছড়ি কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১২ টি হুইলচেয়ার, ১টি এলবো ক্রাচ, ২টি হিয়ারিং এইড , ১টি ডিজিটাল সাদাছড়ি সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস সভাপতিত্বে, প্রধান অতিথি থেকে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সদস্য ও ৩০৯ মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা। খাগড়াছড়ি জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, শহর সমাজ সেবা কর্মকর্তা রোকেয়া বেগম, খাগড়াছড়ি কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারজিয়া বেগম, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.