মোঃ অলি উল্লাহ
রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলার সুয়াবিল ইউপির মোঃ জয়নাল আবেদিন ও নানুপুর ইউপি চেয়ারম্যান মোঃ শফিউল আজম।
বিকেল ৪টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠান হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ ইলিয়াছ হোসেন চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
গত ২০অক্টোবর ইউনিয়নে দুটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।এতে উপজেলার সুয়াবিল ইউপির চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন ও নানুপুর ইউপি চেয়ারম্যান মো. শফিউল আজম নির্বাচিত হন।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, গত ২০অক্টোবর ফটিকছড়ি দুই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গেজেট ঘোষণা করে নির্বাচন কমিশন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.