মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রামগড়ে দুঃস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ

রামগড় (খাগড়াছড়ি)প্রতিনিধি:
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশের সকল মানুষকে সাবলম্বী করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পরিকল্পনা ও অর্থায়ন
জেলার ৯ উপজেলার ১শত দুঃস্থ পরিবারের মাঝে ১শত ছাগল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহঃবার (১২ নভেম্বর) সকালে খাগড়াছড়িতে এ কর্মসূচির উদ্বোধন করেন। বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ির জেলার স্থানীয় সাংসদ ও উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ কর্মসূচীর আওতায় একই সময়ে উপজেলা লন টেনিস কোর্ট প্রাঙ্গনে রামগড় উপজেলার ১২ জন দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারর্বারী ও উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্যাহ মারুফ। এসময় অন্যেদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা ও পৌরসভার প্যানেল মেয়র ৩ কণিকা বড়ুয়া, ১নং রামগড় ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার, ২ নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা সহ সরকারী পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধিগন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype