রামগড় (খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতা:
রামগড় পৌরসভার বল্টুরাম টিলার বাসিন্দা ১নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা কাজল চৌধুরী কিডনি জনিত সমস্যা নিয়ে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে ও পুত্রবধু রেখে গেছেন।
২৩ অক্টোবর দুপুরে বৃষ্টি উপেক্ষা করে বল্টুরামটিলাস্থ শামুকছড়া এলাকায় নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার শেষে পারিবারিক শ্মশানে সনাতনী ধর্মীয় মতে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। শেষকৃত্য অনুষ্ঠানে রামগড় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্লাহ মারুফ মরদেহে জাতীয় পতাকা ও পুষ্পস্তবক অর্পণ করেন এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সম্মানে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় রামগড় থানার সেকেন্ড অফিসার এসআই মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ভূপেন ত্রিপুরা, আবু মুসা সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.