অলিউল্লাহ
নানুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন প্রার্থীর মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শফিউল আজম ৪ হাজার ৮২৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আমান উল্লাহ ঘোড়া প্রতিকে পেয়েছেন ৩ হাজার ১৮৭ ভোট।
অপর দিকে সুয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩জন প্রার্থীর মধ্যে, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন নৌকা প্রতীক পেয়েছেন ৩হাজর ৯৫৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হায়াত আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৪৬ ভোট। ৭১২ ভোট বেশি পেয়ে জয়নাল আবেদিন চেয়ারম্যান হিসেবে বিজয় লাভ করেন।
নির্বাচনে রিটার্নিং অফিসার মোঃ হুমায়ূন কবির জানান, দুটি ইউনিয়নের মধ্যে নানুপুর ইউনিয়নে মোট ভোটর সংখ্যা ১৯ হাজার ৯৫১। এর মধ্যে ভোট পড়েছে ৯হাজার ৪৩৯ টি। বাতিল হয়েছে ১০৪ভোট। অপরদিকে সুয়াবিল মোটা ভোটার সংখ্যা ১১হাজার ৩১২ জন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: itihass71@gmail.com, মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.