কিডনি ডায়ালাসিস এখন রাউজানের পাহাড়তলীতে
লোকমান আনছারী নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
আর নয় ঢাকা-চট্টগ্রাম নগরীতে আধুনিক স্বাস্থ্যসেবা এখন মফস্বলের রাউজানে এই স্লোগান সামনে রেখে গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে বিশেষ প্রযুক্তির আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের নিশ্চয়তা নিয়ে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনীর মোড়ে হাজী মকবুল টাওয়ারের ৩য় তলায় চালু হতে যাচ্ছে ৫০ শয্যা বিশিষ্ট ‘দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল'। আগামী ৭ ফেব্রুয়ারী (শুক্রবার) বেলা ৩ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই হাসপাতালের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন। হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ৫ ফেব্রুয়ারী (বুধবার) বেলা ২ টায় হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতালের উদ্বোধন উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে ও পরিচালক এপেক্সিয়ান মৃণালকান্তি বড়ুয়ার সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় হাসপাতালের এমডি কল্লোল বড়ুয়া এসব তথ্য জানান। এই সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, প্রকৌশলর তীর্থংকর বড়ুয়া, হাসপাতালের এডমিন আমান উল্লাহ, হাজী মকবুল টাওয়ারের স্বত্বাধিকারীরা মো. মোস্তাফা প্রমুখ।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)'র সন্নিকটে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ধারে দিন-রাত ২৪ ঘন্টা উন্নতমানের প্রযুক্তিসম্পন্ন সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য ১০টি বিভাগ নিয়ে চালু হতে যাওয়া এই হাসপাতালের বিশেষত্ব স্বাস্থ্যসেবা হলো প্রসুতির জন্য গাইনী বিভাগ, নবজাতক শিশু ও এনআইসিও বিভাগ, ডায়াবেটিক ফুট কেয়ার, ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, অর্থোপেডিক ও ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। এছাড়াও রয়েছে চক্ষু বিভাগ, নাক-কান-গলারোগ বিভাগ, মেডিসিন, নিউরোমেডিসিন বিভাগ, হৃদরোগ, দন্ত চিকিৎসা সেবা, ওটিসহ অন্যান্য সাধারণ চিকিৎসা সেবা। হাসপাতালে সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদানে ইমারজেন্সি বিভাগ ছাড়াও রয়েছে পুরুষের জন্য ১৫ টি, মহিলার জন্য ১৫টি সাধারণ বেড, ৫টি এসি, ৫টি ননএসি কেবিন ও শিশুদের জন্য ১০টি স্পেশাল চাইল্ড নিউবর্ন ইউনিট । হাসপাতালটি উদ্বোধনের পর রাউজান-রাঙ্গুনিয়া উপজেলা ছাড়াও রাঙ্গামাটি, বান্দরবানসহ আশেপাশের এলাকার মানুষের উন্নত চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য করণে একটি মাইলফলক রচিত হবে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.