লোকমান আনছারী নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
আগামী কাল ১৪ এপিল ২০২৪ খ্রী.রবিবার বাংলা নববর্ষ বরণ উপলক্ষে উরকিরচর ইউনিয়ন পরিষদের ব্যবস্হাপনায় ঐতিহ্যেবাহী কেরানী হাট শিরীষ তলায় লোকজ সাংস্কৃতিক অনুষ্টান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়ে।বিকাল ৪.০০থেকে রাত ১০.৩০ মিনিট পর্যন্ত অনুষ্টানে উরকিরচর ইউনিয়নের বিভিন্ন সংগঠনের শিল্পী বৃন্দ সংগীত,নৃত্য কবিতা আবৃত্তি পরিবেশন করবেন।এ ছাড়াও টেলিভিশন, বেতারের আমন্ত্রিত শিল্পীরাও সংগীত এবং নৃত্য পরিবেশন করবেন।অনুষ্টান উপলক্ষে কেরানী হাট শিরীষ তলা এখন বনাঢ্য সাজে সেজেঁছে।উল্লেখ্য বিগত কিছুদিন আগে রাউজানের গনমানুষের অভিভাবক, রাউজান থেকে বার বার নিবাচিত সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এম পি মহোদয় কেরানী হাটের মাঝখানে প্রাচীন রেন্টি গাছতলাকে শিরীষ তলা নামকরন করেন।উদযাপন পরিষদের আহ্বায়ক, ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল ও সচিব নাট্যজন রুপায়ন বড়ুয়া কাজল বর্ষ বরণ অনুস্টান ও বৈশাখী মেলায় সবাইকে উপস্হিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.