লোকমান আনছারী নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ। ২৪ ডিসেম্বর সোমবার রাত ১ টার সময়ে রাউজান নোয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই টুটুন মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে উরকিরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবদুল জব্বার মিস্ত্রির বাড়ীতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোরশেদ আলম (৩০) কে আটক করে। ঐসময়ে মাদক ব্যবসায়ী মোরশেদ আলমের বসতঘরের মধ্যে রাখা ১শত পিস ইয়াবা ট্যবলয়েট উদ্বার করে পুলিশ । ২৫ ডিসেম্বর সোমবার মাদক ব্যবসায়ী মোরশেদ আলমের বিরুদ্বে রাউজান থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করার পর তাকে আদালতে সোর্পদ করেন বলে রাউজান থানার ওসি জাহিদ হোসেন জানান। মাদক ব্যবসায়ী মোরশেদ আলম উপজেলার উরকিরচর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের আবদুল জব্বার মিস্ত্রির বাড়ীর মৃত আলী আহম্মদের পুত্র।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.