লোকমান আনছারী নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
ইহুদিবাদী ইসরায়েলের বর্বর নির্যাতনের শিকার ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য দোয়া কামনায় আগামীকাল ১৯ অক্টোবর বৃহস্পতিবার একযোগে বিশ্বব্যাপী সকল মুসলমানদের আল্লাহর জন্য রোজা রাখার আহবান জানিয়েছেন দেশের তরুণ মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী। গতকাল ১৭ অক্টোবর রাতে নিজের ভেরিফাই করা অফিসিয়াল ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে সকলকে রোজা রাখার আহবান জানান তিনি। এরইমধ্যে তার এই কর্মসূচীতে সাড়া দিয়েছে দেশ-বিদেশের হাজারো মানুষ। পরপর ৩ টি ফেসবুক স্ট্যাটাসে হাজার হাজার মানুষ আগামীকাল রোজা রাখবেন বলে জানিয়েছেন। বিশেষ করে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, খাগড়াছড়ি, ময়মনসিংহ, জামালপুর, কুড়িগ্রাম, বগুড়া, রাঙ্গামাটি, কক্সবাজার, ভোলা, নারায়ণগঞ্জ, রাজশাহী, কুমিল্লা, ফরিদপুর, মুন্সিগঞ্জ, খুলনা, পাবনা, বরগুনা, সিরাজগঞ্জ, রংপুর, মৌলভী বাজার, চাঁদপুর, ঝিনাইদহ, গাইবান্ধা, নরসিংদী, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, হবিগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, বাগেরহাট, বরিশাল, মাগুরা, ফেনী সহ দেশের প্রত্যেকটি জেলায় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তথা কাতার, সৌদী আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত সহ বিভিন্ন দেশের অসংখ্য মানুষ রোজা রাখবেন বলে জানা গেছে।দেশে-বিদেশে নানা সংকটের মুহূর্তে বিপন্ন মানবতার জন্য কাজ করা তরুণ মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরীর আহবানে গত ১২ অক্টোবর বৃহস্পতিবার ঢাকার বারিধারাস্থ ফিলিস্তিন দূতাবাসে হাজির হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল হাজারো তরুণ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.