রাউজানে রশিদর পাড়া মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটির মিলাদ মাহফিল
লোকমান আনছারী নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার সভাপতি আলহাজ্ব আবদুল নবী মেম্বারের পরিবারবর্গের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(কঃ) চন্দ্রবার্ষিকী ফাতেহা উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার রাতে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবদুল নবী মেম্বার। সংগঠনের সাবেক অর্থ সম্পাদক মুহাম্মদ কাউছার এর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন গহিরা এফ কে জামেউল উলূম বহুমুখী কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির হযতুলহাজ্জ্ব আল্লামা এহাসান উল্লাহ আল কাদেরী।প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও রাউজান প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিউল আলম। প্রধান আলোচক হিসেবে তকরীর করেন ছিপাতলী জামেয়া গাউছিয়া মঈনীয়া কামিল মাদ্রাসার প্রভাষক আল্লামা মুফতি ফখরুদ্দিন চাঁদ পুরী, বিশেষ আলোচক ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সিনিয়র মুদারীস আল্লামা সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের অর্থ সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ, আলহাজ্ব মুহাম্মদ আবদুল খালেক চৌধুরী, মুহাম্মদ আহমদ সেলিম, ইকবাল হোসেন ইমন, এমদাদ হোসেন, মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন মাইজভাণ্ডারী,হাফেজ মাওলানা মোহাম্মদ আকতার হোসেন, আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.