নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলায় জুমার নামাজ আদায় করতে মসজিদে যাওয়া দুই ব্যক্তির সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ১৯ মে শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় উপজেলার হলদিয়া ও নোয়াজিষপুর ইউনিয়নে পৃথক চুরির ঘটনা দুটি সংঘটিত হয়। জানা যায়, উপজেলার হলদিয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের গর্জনীয়া মাদরাসা জামে মসজিদ সংলগ্ন গর্জনীয়া ইউনুচ বিল্ডিং’র সামনে সিএনজি চালিত অটোরিকশা (চট্টগ্রাম-থ- ১৩-২১২৩) রেখে নামাজ আদায় করতে যান চালক মো. আব্দুর রাজ্জাক। নামাজ শেষে বের হয়ে দেখেন অটোরিকশাটি সেখানে আর নেই। ক্ষতিগ্রস্ত মো. আবদুর রাজ্জাক হলদিয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের গর্জনীয়ার বাগান বাড়ির আবদুল জব্বারের ছেলে। অন্যদিকে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ফতেহ নগর আইনুল ইসলাম মাদরাসা মাঠে ১২৫সিসি ডিসকভার ব্রান্ডের মোটরসাইকেলটি (চট্টমেট্রো-হ-১৮-১৯৪৮) পার্কিং করে মাদরাসা সংলগ্ন মসজিদে নামাজ পড়তে যান মো. ইসমাইল। নামাজ শেষে বের হয়ে পার্কিং করা স্থানে গিয়ে দেখতে পান বাইকটি আর নেই। পরে তিনি রাউজান থানায় একটি অভিযোগ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত মোহাম্মদ ইসমাইল নোয়াজিষপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ওসমান গণির ছেলে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘রাউজানে পৃথক চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.