ইতিহাস ৭১ স্পোর্টস ডেস্ক : আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে কোনো একটি ফ্র্যাঞ্চাইজিকে ২’শ টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব গড়েছেন মহেন্দ্র সিং ধোনি। গত বুধবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস করতে নেমে এমন বিরল নজির গড়েন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। নিজের মাইলফলক ছোঁয়ার ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন ধোনি। এদিন ২’শ তম ম্যাচে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি-স্মারক তুলে দেওয়া হয় তার হাতে।
আইপিএলের শুরুর বছর থেকে চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। মাঝে ২০১৬ আসরে রাইজিং পুনে সুপারজায়ান্টসের নেতৃত্ব দিয়েছিলেন ধোনি। আইপিএলে ধোনি অধিনায়কত্ব করেছেন এখন পর্যন্ত ২১৪টি ম্যাচে। এর মধ্যে ১৪ ম্যাচ রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে।
২’শ তম ম্যাচে নেতৃত্ব দেওয়ার মাইলফলক ছোঁয়ার দিনে ধোনি বলেন, খুব ভালো লাগছে। দর্শকরা সবসময় পাশে থেকেছেন। ক্রিকেটের একটা বিবর্তনের সাক্ষী থেকেছি। টি-টোয়েন্টি ক্রিকেট ধীরে ধীরে কীভাবে বদলেছে সেটা দেখতে পেয়েছি।
ই৭১জে
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.