জুবাইর চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, ক্যারাভান কর্মসূচিতে তাৎক্ষণিক সেবা দিচ্ছি। তবে যেখানেই আমি যাই আমার অনুপস্থিতি একই অবস্থায় পূনরাবৃত্তি ঘটায়। এ ব্যাপারে যারা যুক্ত প্রকৌশলীদের ব্যবস্থা নেয়ার নির্দেশ দিচ্ছি। তিনি আরো বলেন, ক্যারাভান সামাজিক আন্দোলন। পুজিভূত সমস্যা থেকে উত্তোরেেনর জন্য এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। যেখানেই সমস্যা সেখানেই প্রাথমিক সমাধান। নগরবাসীর প্রতি আমার আহবান যেখানে সমস্যা বা ভোগান্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি সাথে সাথে ব্যবস্থা নেব। ৭ অক্টোবর ২০২০ বিকেলে নগরীর মুরাদপুর হইতে অক্সিজেন পর্যন্ত চসিকের প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের সমন্বয়ে গঠিত টিম নিয়ে ‘নগর সেবায় ক্যারাভান’ কার্যক্রমে এসব কথা বলেন। তিনি আরো বলেন, জলজট নিরসনে দ্রুত পানি নিস্কাশনে নর্দমা সংস্কার ও পরিস্কার পরিচ্ছনের কাজ দ্রুতগতিতে চলছে। ড্রেইন সংস্কার করতে গিয়ে বাঁধ দেয়ার কারণে পানি জমে মশার বিস্তার ঘটছে দেখে প্রশাসক তাৎক্ষণিক মশার ওষুধ ছিটান এবং এর কার্যক্রম চলমান রাখার জন্য প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। নগরীর সড়ক সমূহে অনুমোদনহীন গাড়ীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তা বন্ধের দিক নির্দেশনা দিয়ে প্রশাসক বলেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, অনুমোদনহীন এবং গ্রামাঞ্চলের গাড়ী নগরীতে প্রবেশ করে তীব্র যানজট ও সড়ক দূর্ঘটনা সংগঠিত করছে। তাই এর প্রতিকারে আগামী সপ্তাহ থেকে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসক রাস্তার উভয় পাশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপানাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অযাচিত পণ্য সামগ্রী রাখা থেকে বিরত থাকুন এবং দোকানের সামনে সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখুন। তিনি নগরীর হাটহাজারী সড়কের ময়দার মিল এলাকায় ফুটপাতের উপর ঠেলাগাড়ী, ভ্যানগাড়ী ও মালামাল দেখে তাৎক্ষণিক সড়ানোর নির্দেশ দেন। আগামীকাল থেকে এ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে বলে এলাকাবাসীকে জানান। প্রশাসক অক্সিজেন মোড়ে পৌঁছালে সম্মিলিত ছাত্র সমাজের ব্যানারে ধর্ষকের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি দেখে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন এবং ধর্ষনকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য ছাত্র সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান। প্রশাসক ধর্ষনকারীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান। তিনি আরও বলেন, মৌসুমগত এখন ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু’র বিস্তার রোধে ডিসেম্বর পর্যন্ত মশক নিধন অভিযান অব্যাহত থাকার এবং যেখানে মশার উপদ্রব দেখা দিবে সেখানে মশক নিধন অভিযান চলবে। প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন, মাদক একটি আন্তর্জাতিক সমস্যা। এর সাথে যারা যুক্ত তাদেরকে প্রধানমন্ত্রী নির্দেশে আইনের আওতায় আনা হবে। এ সময় প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।