রাউজান প্রতিনিধি :দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে উদ্ধার করা হয়েছে একটি মৃত বোয়াল মাছ। ৩০ মার্চ বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে হালদা নদীর আজিমের ঘাট এলাকা থেকে এক ব্যক্তি ৭ কেজি ওজনের মাছটি উদ্ধার করে। মাছটির শরীরের নাভির অংশ ক্ষতবিক্ষত ছিল। উদ্ধারকৃত স্থানীয় রোসাঙ্গীর আলম বলেন, জোয়ারের পানিতে মাছটি আজিমের ঘাট এলাকায় ভেসে আসে। এটিকে উদ্ধার করে বিষয়টি উর্ধতন মহলে জানালে তারা মাটিচাপা দেওয়ার পরামর্শ দেন। পরে এটিকে স্থানীয় লোকজনের সহায়তায় হালদা নদীর পাড়ে মাটিচাপা দেওয়া হয়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান, হালদা গবেষক প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া গ্লোবাল টেলিভিশনকে বলেন, বিকেল আনুমানিক তিনটার দিকে হালদা নদীর আজিমের ঘাট এলাকা থেকে ৬/৭ কেজি ওজনের একটি মৃত বোয়াল উদ্ধার করেছে স্থানীয়রা। এটি নদীর জন্য রাক্ষুসে মাছ। আমি এটিকে মাটিচাপা দেওয়ার পরামর্শ দিয়েছি।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.