ইতিহাস৭১ডেস্ক:
ইউক্রেনে রুশ বাহিনী আক্রমণ চালানোর পর চীন রাশিয়ার কাছে অস্ত্র পাঠায়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
কানাডা সফরকালে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি চীনকে হালকাভাবে নিই না। আমি রাশিয়াকেও হালকাভাবে নিচ্ছি না। ’
বাইডেন বলেন, ‘আমি গত তিন মাস ধরে শুনে আসছি যে, চীন রাশিয়াকে উল্লেখযোগ্য অস্ত্র সরবরাহ করে যাচ্ছে।
তবে আমার বিশ্বাস তারা এখনো রাশিয়াকে অস্ত্র দেয়নি। এর অর্থ এই নয় যে তারা দেবে না, কিন্তু তারা এখনো দেয়নি। ’
বিপরীতভাবে বাইডেন পশ্চিমা গণতন্ত্রের মধ্যে দৃঢ় সম্পর্কের ওপর জোর দিয়ে বলেন, ‘যদি কিছু ঘটে থাকে তবে পশ্চিম উল্লেখযোগ্যভাবে আরও একত্রিত হয়েছে। ’
তিনি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নিরাপত্তা জোটের দিকে ইঙ্গিত করেছেন যেমন কোয়াড যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত ও জাপান এবং সেইসাথে অস্ট্রেলিয়া ও ব্রিটেনের সঙ্গে এইউকেইউএস।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.