ইতিহাস৭১ ডেস্ক
চাইথোয়াইমং মারমা রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের উদ্যোগের জন্ম মৃত্যু নিবন্ধন স্কর্ফোস কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ মার্চ সকাল ৯ টায় ইউনিয়ন পরিষদ কার্য্যলয়ে স্কর্ফোস কমিটি গঠন করা হয়। এসময় সভাপতিত্বে করেন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ৩২০ নং কাকড়াছড়ি মৌজা হেডম্যান প্রতিনিধি সাংবাদিক ও মানবাধিকার কর্মী চাইথোয়াইমং মারমা স্থানীয় ওর্য়াড সদস্যা সদস্য মধ্যে মংউচিং মারমা, খুইসিংমং মারমা মোঃ এমদাদ মোঃ কামাল উদদীন ইখ্যাইমং মারমা ক্যচিংহলা মারমা থোয়াইসুইমং মারমা বাপ্পি দে, মিসেস সালমা বেগম এসাইচিং মারমা নবাগত ইউপি মেম্বার মোঃ কাইয়ুম হোসেন মিরাজ ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক চোমাচিং মারমা ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এ স্কর্ফোস কমিটি সভা লক্ষ্য উদেশ্য হচ্ছে এলাকার তৃনমুল পর্যায়ের প্রতিটি ওর্য়াডে সরকারী নির্দেশ মোতাবেক পয়তাল্লিশ দিনের জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে হবে। যাতে ইউনিয়নের কোন শিশু জন্ম নিবন্ধন ইউনিয়ন পরিষদ এসে নাম এন্ট্রি করতে হবে। ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সবার উদ্দেশ্য বলেন, যার যার ওর্য়াড ভিত্তিক উঠান বৈঠক এর মাধ্যমে স্থানীয় সাধারণ কে এবিষযে সচেতন বাড়াতে হবে এবং যাতে সবাই সহযে জন্ম নিবন্ধন মৃত্যু সনদ তৈরি করতে হবে। এ কমিটি সভাতে ১১/১২ জন নামের তালিকা করে নতুন কমিটির গঠন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.