রামগড়(খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতা: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে রামগড় উপজেলায় আরও ১৩৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমি ও গৃহ হস্তান্তর করা হবে।
বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের বিভিন্ন জেলা - উপজেলায় আনুষ্ঠানিকভাবে এসব জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।
সোমবার (২০ মার্চ) দুপুরে রামগড় উপজেলা প্রশাসক কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, " আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার" এ শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রকল্পের দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় দেশে একটিও ভূমিহীন ও গৃহহীন পরিবার থাকবে না। উক্ত প্রকল্পটি প্রধানমন্ত্রীর মডেল কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, পিআইও নজরুল ইসলাম, স্থানীয় সাংবাদিক বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.