রাউজান প্রতিনিধি :দ্বীপ উপজেলা মহেশখালী নানার বাড়ীতে গিয়ে প্রবাসী মোহাম্মদ রুহুল আমিনের ব্যক্তিগত উদ্যোগে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গরীব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার ১৯ মার্চ সকালে চট্টগ্রাম রাউজান থেকে মহেশখালীর মাতারবারি ইউনিয়নে প্রায় ১৫০ পরিবারের মাঝে পিকআপ বোঝাই করে ইফতার সামগ্রী অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়। প্রবাসী রুহুল আমিন
উপজেলার উরকিরচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মরহুম আলহাজ্ব সুলতান আহাম্মদের ছেলে দাতা মোহাম্মদ রুহুল আমিন।এসময় ২০-২৫ কেজি পরিমান ৪র্থ তম অনুদান কার্যক্রম হিসেবে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে ৩০০ শতাধিক প্যাকেটভর্তি ছোলা বুট, তেল, বুটের ডাল, পেঁয়াজ, আলু, মুড়ি, খেজুর ও চাউল প্রদান করা হয়।এছাড়াও উরকিরচর ইউনিয়ন নিজ গ্রামে অসহায় পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেন মোহাম্মদ রুহুল আমিন।রমজানের এক সপ্তাহ আগে বাড়িতে থেকেই ইফতার সামগ্রী হাতে পেয়ে প্রবাসী রুহুল আমিন এর প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গরীব ও অসহায় পরিবারের সদস্যরা।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.