নিজস্ব প্রতিবেদক : পরিবেশ বাঁচান, দেশ বাঁচান এই শ্লোগানকে সামনে রেখে জলবায়ু সম্মিলন ২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা করেছেন এ্যাড ভিশন বাংলাদেশ।
রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু হলে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ দানবীর শ্রী সুকুমার চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক কামরুল ইসলাম।
এ্যাড ভিশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি সাজেদুল আলম মিল্টনের সভাপতিত্বে সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন
সংগঠনের প্রতিষ্টাতা সংগীত শিল্পী মাসুদ রানা। আবৃত্তিকার শিল্পী সোমা মুৎসুদ্দির সঞ্চালনায় এতে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্মকর্তা মো. আবুল মনসুর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক রতন বড়ুয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন সিটিজি টাইমস ও চ্যানেল কর্ণফুলীর চেয়ারম্যান মো আবদুল আজিজ,
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাবসায়ী জসিম উদ্দিন, জেলা কমিটির সভাপতি নাছির উদ্দীন বাঙ্গালী, সাংবাদিক প্রিয়াঙ্কা, মো. মাহতাব উদ্দীন, মো: জসীম উদ্দীন, মো আবুল হাশেম, সাংবাদিক প্রিয়াংকা, সাংবাদিক জুয়েল বড়ুয়াসহ প্রমুখ।
এসময় মূল প্রবন্ধ পাঠ করেন শেখ নজরুল ইসলাম।
আয়োজিত অনুষ্ঠানে বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে এই দেশ তথা পৃথিবীর জলবায়ু যখন হুমকির মুখে ঠিক তখনই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের জলবায়ুর ভারসাম্য রক্ষার্তে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে তা বাস্তবায়ন করে চলেছেন। তারই ধারাবাহিকতায় সরকারের কর্মসূচীগুলোকে বাস্তবায়ন করতে সহযোগিতা করে চলেছেন এ্যাড ভিশন বাংলাদেশ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.