লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তিনটি বসত:ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাঁচখাইন পশ্চিম নাথ পাড়ার নারায়ন প্রসাদ নাথের বাড়িতে
ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩টি বসত:ঘর ভষ্মীভ‚ত হয়ে অন্তত: ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।স্থানীয়দের ধারনা লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত।জানা যায়, আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে কালুরঘাট ফায়ার সার্ভিসের ১টি ইউনিট রাত সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে এসে পৌছালে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ৩টি ঘর পুড়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন একই এলাকার শচিন্দ্র লাল নাথের ছেলে রুপায়ন কান্তি নাথ, মৃত সজল নাথ(বাপ্পী'র) স্ত্রী রুমা দেবী, মৃত বিনোদ বিহারী নাথের ছেলে স্বপন নাথ।স্থানীয় ইউপি সদস্য আবদুল খালেক বলেন, আগুন লাগার খবর জানতে পেরে আমি সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগে স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন। পরে কালুরঘাট ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আগুনের সুত্রপাত সম্পর্কে জানি না।আগুন লাগার খবরে তাৎক্ষণিকভাবে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম,উপজেলা যুবলীগের সহ-সভাপতি প্রকাশ সরকার,নুরুল আবচার, উজ্জ্বল দেবনাথ, সম্রাট দেবনাথ, ছাত্রনেতা জসিম উদ্দিন অভি।বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.