রাউজান প্রতিনিধি :চট্টগ্রামের রাউজানে নকল স্বর্ণ বন্ধক রাখতে গিয়ে স্বর্ণকারের হাতে ধরা পড়ছেন রুমা আকতার নামে এক নারী। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে রাউজান মুন্সির ঘাটার কাজী প্লাজার গীতাশ্রী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।রুমা আকতার নামে ওই নারী এক ভরি চার আনা ওজনের একটি চুরি, চারটি আংটি ৬০ হাজার টাকায় বন্ধক রাখতে যান। এরপর স্বর্ণাকার প্রথমে পাথরে ঘষে পরে আগুনে পুড়িয়ে স্বর্ণকার রুবেল নিশ্চিত হন সেখানে বিন্দু পরিমাণও স্বর্ণ নেই। পিতলে বানানো স্বর্ণ বন্ধক দিয়ে টাকা হাতাতে এসেছিলেন ওই নারী। ধরা পড়ার পর প্রথমে ভাসুরের পুত্রবধু থেকে পরে বড় বোন সুমি আকতারের কাছ থেকে এসব স্বর্ণ নেন বলে দাবি করেন তিনি। রুমা আকতার হলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এয়াছিন নগর গ্রামের আবদুল মান্নান কালুর মেয়ে ও লেলাংগারা এলাকার আশরাফ আলীর স্ত্রী।স্বর্ণ ব্যবসায়ীদের সচেতন থাকার আহবান জানিয়েছেন রাউজান জুয়েলার্স সমিতির সভাপতি শ্যামল দত্ত।রাউজান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক খোরশেদ আলম বলেন, এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.