লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম :মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার্থী ছিল মাহামুদুর রহমান জুবায়ের। বাকি ছিল মাত্র আর দুইটি পরীক্ষা। তবে সেই দুইটি পরীক্ষায় বসা হলো না তাঁর। পরীক্ষার একদিন আগে বুধবার (৮ মার্চ) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।জুবায়ের চট্টগ্রামের রাউজান উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাঘপুকুর পার এলাকার হাবিবুর রহমান আজাদের ছেলে। তিনি রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ মার্চ) কর্পোরেট আর্থিক প্রতিবেদন বিষয়ের পরীক্ষা দেওয়ার কথা ছিল তাঁর। মঙ্গলবার (৭ মার্চ) রাত ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার (৮ মার্চ) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রাত ১১টায় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।তাঁর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। তাঁর সহপাঠীরা জানায়, জুবায়ের পড়াশোনার পাশাপাশি টিউশনি ও একইসঙ্গে রাউজান পৌরসভার পাকখাইন্নাপুকুর পার এলাকায় অবস্থিত আশরাফুল উলুম নুরানি মাদরাসায় শিক্ষকতা করতো। এছাড়া সরকারি চাকুরির নিয়োগ পরীক্ষার তুমুল প্রতিযোগিতায় ঠিকতে সে সবসময় পড়াশোনা করতো। বৃহস্পতিবার (৯ মার্চ) কর্পোরেট আর্থিক প্রতিবেদন ও ১৩ মার্চ কর্পোরেট কর-পরিকল্পনা পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে মাস্টার্স শেষ পর্বের হিসাব বিজ্ঞান বিভাগের পরীক্ষা।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.