লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম:রাউজান পূর্ব গুজরা ফৈয়র বাড়ী মৈত্রী পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে একক সদ্ধর্মদেশনা, সংবধর্না সভা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ সুমনাবংশ মহাথেরোর সভাপতিত্বে ও টুসেন বড়ুয়ার সঞ্চালনায় গত ২৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায় পূর্বগুজরা নন্দন কানন বৌদ্ধ বিহারের পার্শ্বস্থ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান ধর্মদেশনা ও সংবর্ধিত অথিতি ছিলেন খৈয়ারখালী ধর্মবিজয়রাম বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ উপঞঞা চাক্ক মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন- রাউজান সার্বজনীন বৌদ্ধ বিহারের উপাসিকা শ্রীমতি সাধনা বড়ুয়া। উদ্বোধক ছিলেন- বাংলাদেশ বুড্ডিস্ট মস্ক সোসাইটির সাধারণ সম্পাদক সংঘনিধি সুমঙ্গল থের। বিশেষ অথিতি ছিলেন - পূর্বগুজরা ইউ.পি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্বাস উদ্দীন আহ্মেদ। রাউজান উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মফজল হোসেন, সাংবাধিক এম. রমজান আলী, ভদন্ত সুখানন্দ থের, প্রিয় বংশ থের শীল বংশ ভিক্ষু, রূপক বড়ুয়া, শ্রীমতি রূপালী বড়ুয়া, স্বাগত বক্তব্য রাখেন- মৈত্রী পরিষদের সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া ও রুবেল বড়ুয়া।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.