অনলাইন ডেস্ক : তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের ১০১ ঘণ্টা পর কাহরামানমারাশ শহরে দুই কিশোরী বোনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির ফায়ার সার্ভিস এই তথ্য জানিয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে আনতালিয়া মেট্রোপলিটন ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ভূমিকম্পের ৯৯তম ঘণ্টায় ১৫ বছর বয়সী আইফারকে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়। এর দুই ঘণ্টা পর তার বোন ফাতমাকে (১৩) উদ্ধার করা হয়।
সিসমিক সেন্সর ব্যবহার করে উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের নিচে জীবনের চিহ্ন শনাক্ত করেন। এরপর ১০ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করেন।
খবরে বলা হয়েছে, অগ্নিনির্বাপককর্মীরা আইফারকে সজ্ঞান রাখতে তার সাথে কথা বলেন। ওই কথোপকথনে আইফার জানায়, সে আইসক্রিম খাওয়া মিস করছে।
নিরাপদে বাইরে বের করার পর উদ্ধারকারীরা তাকে আইসক্রিম খাওয়ানো প্রতিশ্রুতি দেয়। এছাড়া সে যে গান শোনার অনুরোধ জানায় উদ্ধারকারীরা সেই গান বাজায়।
এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। শুধু তুরস্কে ভূমিকম্পকবলিত ১০টি প্রদেশে আহত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.