মোঃ অলিউল্লাহ
সাম্প্রতিক দেশে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ এবং খাগড়াছড়িতে আদিবাসী মানসিক প্রতিবন্ধী নারীসহ দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর নির্যাতন,খুন ও ধর্ষণের প্রতিবাদে, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন করেছে সর্বস্থরের সচেতন সুন্নী জনতা। শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রাম অক্সিজেন মোড় চত্বরে শায়খ আল্লামা সৈয়দ হাসান আল আযহারী ও আল্লামা ছৈয়দ মোকাররম বারীর আহবানে এক মানববন্ধন করা হয় । মানববন্ধনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এড.মোসাহেব উদ্দিন বখতেয়ার। আরো বক্তব্য রাখেন- স,উ,ম আব্দুস সমাদ, আল্লামা আবুল কাশেম নুরী,নঈমুল হক পুতুল, মাওলানা নুর মোহাম্মদ অাল-কাদেরী, মাওলানা গোলাম কিবরিয়া,মাওলানা এনাম রেজা,মাওলানা নুরুল্লাহ রায়হান খান,মাওলানা আব্দুল আজিজ রজভী,মাওলানা ওমর ফারুক নঈমী,মাওলানা জায়নাল আবেদীন, মাওলানা সোলাইমান আলী রজভী। মুহাম্মদ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা মাওলানা বুরহান উদ্দিন ক্বাদেরী,মাওলানা শাহাজাদা সৈয়দ আহমদ রেজা কাদেরী,মাওলানা ছৈয়দ আশেক বারী, শাহরিয়ার মোস্তাফায়ী ,সাইফুল ইসলাম সহ প্রমুখ। বক্তারা বলেন, দেশের সর্বোচ্চ শাসন ক্ষমতায় নারীর নেতৃত্বে হলেও দেশে নারী ধর্ষণ-খুন যেন মহামারীর আকার ধারণ করেছে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে কোন না কোন নারী,মা-বোন ধর্ষিত ও নির্যাতিত হচ্ছে। কারণ দেশীয় আইনের শীতলতা ও কঠোর প্রয়োগ না হওয়ায় দিন দিন নারী-শিশু ধর্ষণ,নির্যাতন ও খুন ব্যাপক অাকার ধারণ করেছে। যা দেশ ও জাতির জন্য অশনি সংকেত । এমতাবস্থায় ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ ও প্রতিরোধে ইসলামী আইন ও দেশীয় আইনের কঠোর বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই। পবিত্র কুরআনে সূরা মায়েদার ৩৩নং আয়াতে আল্লাহ বলেন ধর্ষণ যখন মহামারী আকার ধারন করে তখন ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তাছাড়া ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক নৈতিক শিক্ষা ও সামাজিক জনসচেতন বৃদ্ধি অতীব প্রয়োজন। তাই দেশে এই আইন সঠিক বাস্তবায়ন যতদিন হবেনা ততদিন পর্যন্ত দেশে নারী ধর্ষণ,খুন ও নির্যাতন হ্রাস পাবে না। এসময় বক্তারা ধর্ষক ও নারী নির্যাতনকারীদের ওপর দৃষ্টান্তমূলক কঠোর আইন প্রয়োগ ও কঠিন শাস্তি তথা মৃত্যুদণ্ড আইন করার জোর দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.