প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৬:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১০:০৮ পূর্বাহ্ণ
ভূমিকম্পে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে তুরস্কেই মারা গেছে ৩ হাজার ৪১৯ জন। আহত হয়েছে ২০ হাজারের বেশি মানুষ।
আর সিরিয়া মৃতের সংখ্যা এক হাজার ৬০২ জন।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ করছে ২৪ হাজারের বেশি উদ্ধারকর্মী। তবে বৃষ্টির কারণে শীতের তীব্রতা আরও বেড়ে যাওয়ায় অনেক এলাকায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।সোমবার সিরিয়া ও তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে হুহু করে বাড়তে থাকে মৃতের সংখ্যা।
এরপরও তুরস্কে আরও দুটি স্বতন্ত্র ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া যায়।
দেশ দুটিতে সাহায্যকারী দল পাঠাচ্ছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ।
সূত্র: বিবিসি
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.