অনলাইন ডেস্ক : বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। অমিতাভের পুত্র হওয়ার সুবাদে বলিউডে তার যাত্রা অধিকতর সহজ ছিল। কিন্তু নিজেও প্রমাণ দিয়েছেন অভিনয় দক্ষতার। ৫ ফেব্রুয়ারি এই অভিনেতা ৪৭ বছরে পা রাখলেন। এই তারকা শুধু অভিনেতা নন, রয়েছে তাকে দেয়ার মতো আরও অনেক বিশেষণ। স্ত্রী ঐশ্বরিয়ার চোখে তিনি আজও “রুচিশীল, শৌখিন, সৌম্য-শান্ত মানুষ।
স্ত্রীর সাথে এই দীর্ঘ পথচলা তাকে কীভাবে ছায়া দিয়েছে জানালেন নায়ক নিজেই। এবার এই নায়ক বলেন, ঐশ্বরিয়া আমাকে করেছে আত্মবিশ্বাসী। আগে আমার মাঝে মর্যাদাবোধ ছিল না। পরিবারের সবার ছোট আমি। বড় বোনের বিয়ে অনেক আগেই হয়ে গিয়েছে। কিন্তু ঐশ্বরিয়া আমাকে সিংহীর মতো আগলে রেখেছে। বিয়ের আগের জীবন সম্পর্কে নায়ক বলেন, আগে আমি দায়িত্ব নিতে চাইতাম না। বিয়ের পর বুঝতে পারি, দায়িত্ব নিতে ভালো লাগছে। অভিষেকের ভাষায়, দায়িত্ববান পুরুষ সেই, যে স্ত্রীর প্রতি খেয়াল রাখে, তার যত্নে নিজেকে সঁপে দেয়। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.