অনলাইন ডেস্ক : কথা আগেই পাকা ছিল। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির হাতে নিজের কন্যাকে তুলে দিয়ছেন শহিদ আফ্রিদি।
করাচিতে হয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার আফ্রিদির মেয়ে ও শাহিনের বিয়ের অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমসহ পাকিস্তানের ক্রিকেটাররা।
মেয়ের বিয়ের পর আশীর্বাদ জানিয়ে টুইটে শহিদ আফ্রিদি বলেছেন, ‘কন্যা হল বাগানের সবচেয়ে সুন্দর ফুল। কারণ তারা ফোটে দারুণ প্রশান্তি নিয়ে। একটি কন্যা আপনার সাথে হাসবে, স্বপ্ন দেখবে এবং আপনাকে হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবাসবে। বাবা হিসেবে আমি আমার মেয়েকে শাহিনের সাথে বিয়ে দিলাম। তাদের দু’জনকেই অভিনন্দন।’
শহিদ আফ্রিদির মেয়ে আনশার সাথে শাহিনের বিয়ে ঠিক হয়েছিল দুই বছর আগেই। তখনই বলা হয়েছিল, শাহিন-আনশার বিয়ে হবে ২০২৩-এর ৩ ফেব্রুয়ারি।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.