অনলাইন ডেস্ক : ভারতে ৪০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছোঁয়ার পথে ছুটছে শাহরুখ খানের সিনেমা পাঠান। গত ১০ দিনে সাড়ে ৩৬৪ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
ভারতীয় সিনেমার বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটে এই তথ্য দিয়েছেন।
শনিবারে টুইটে তারান জানিয়েছেন, শুক্রবারও সাড়ে ১৩ কোটি ডলার আয় করেছে পাঠান। দ্বিতীয় সপ্তাহেই ৪০০ কোটি রুপির মাইলফলকে ছুঁতে পারে শাহরুখের এই অ্যাকশন সিনেমাটি।
তারানের মতে শনিবারই আমির খানের দাঙ্গাল সিনেমার আয়কে টপকে যেতে পারে পাঠান।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.