নিজস্ব প্রতিবেদক : আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৩–২০২৪ মেয়াদের বাংলাদেশ (আইইবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম কেন্দ্র মনোনীত প্রার্থী ও প্যানেল পরিচিতি সভা আইইবি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর শহীদ সাইফুদ্দিন খালেদ রোড, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপ–মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা বিপিপি চট্টগ্রাম ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ রফিকুল আলম।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান ও প্রকৌশলী ইফতেখার আহমেদের সঞ্চালনায় প্যানেল পরিচিতি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী এনামুল বাকী, প্রকৌশলী এম. এ. রশীদ, প্রকৌশলী রশীদ আহমেদ চৌধুরী, প্রকৌশলী সৌমিত্র কুমার মুৎসুদ্দী, প্রকৌশলী আমিনুল ইসলাম মিলন, প্রকৌশলী আজিজ মিশিরসহ বিভিন্ন স্তরের প্রকৌশলী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.