অনলাইন ডেস্ক : ২০২৪ সালের কোপা আমেরিকার আসর বসতে চলেছে যুক্তরাষ্ট্রে। দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সাক্ষী থাকবে উত্তর আমেরিকা ফুটবলপ্রেমীরা।
এবার ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ের পাশাপাশি খেলতে দেখা যাবে কনকাকাফ জোনের অন্তর্ভুক্ত দেশগুলোকেও। কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন তথা গতবারের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং লিওনেল মেসিদের উপরে যে আলাদা নজর থাকবে, তা বলাই বাহুল্য।
১৯৯৪ সালে ফুটবল বিশ্বকাপের আসর বসেছিল আমেরিকাতে। তারপর ফের একবার এত বড় মাপের প্রতিযোগিতার আসর বসছে সেখানে। ২০২৬ সালে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের আগে এইভাবেই ড্রেস রিহার্সালটা সেরে নিতে চাইছে আমেরিকা।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.