অনলাইন ডেস্ক : গত বছর (২০২২) বাংলাদেশ রেলওয়ের ইন্টারসিটি (আন্তঃনগর), মেইল ও এক্সপ্রেস এবং লোকাল ট্রেন মিলিয়ে ৮৮ দশমিক ৬৭ শতাংশ ট্রেন সময় অনুযায়ী চলেছে বলে জানানো হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ রেলওয়ের দেওয়া তথ্য বলছে, ২০২২ সালে ৮৭ দশমিক ৮৮ শতাংশ আন্তঃনগর ট্রেন যথাসময়ে ছেড়েছে। মেইল ও এক্সপ্রেস ট্রেন যথাসময়ে ছেড়েছে ৮৩ দশমিক ৪৬ শতাংশ। এছাড়াও ৯৪ দশমিক ৬৮ শতাংশ লোকাল ট্রেন যথাসময়ে ছেড়েছে।
একই বছরে বাংলাদেশ রেলওয়ের পূর্ব জোনের ৯২ দশমিক ৪২ শতাংশ আন্তঃনগর ট্রেন যথাসময়ে ছেড়েছে। যথাসময়ে মেইল ও এক্সপ্রেস ট্রেন ছেড়েছে ৮৪ শতাংশ। এছাড়াও ৯৫ দশমিক ২৫ শতাংশ লোকাল ট্রেন যথাসময়ে চলাচল করে।
অপরদিকে, ২০২২ সালে রেলওয়ের পশ্চিম জোনের ৮৩ দশমিক ৩৪ শতাংশ আন্তঃনগর ট্রেন যথাসময়ে স্টেশন ছাড়ে। এছাড়াও ৮২ দশমিক ৯২ শতাংশ মেইল ও এক্সপ্রেস ট্রেন এবং ৯৪ দশমিক ১ শতাংশ লোকাল ট্রেন যথাসময়ে চলাচল করেছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.