প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৫:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৭, ২০২৩, ১১:০১ পূর্বাহ্ণ
পন্ডিত ভদন্ত পূর্ণানন্দ মহাথেরো’র ২৩তম স্মৃতিবার্ষিকী আগামীকাল

প্রেসবিজ্ঞপ্তি : পটিয়া ভান্ডারগাঁওয়ে প্রয়াত পন্ডিত ভদন্ত পূর্ণানন্দ মহাথেরো’র ২৩তম স্মৃতিবার্ষিকী আগামীকাল । ভারত,বাংলা উপমহাদেশের প্রখ্যাত বৌদ্ধ মনিষা, সাতকানিয়া-লোহাগাড়া-চন্দনাইশ ভিক্ষু সমিতির সভাপতি,সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি, ভান্ডারগাঁও তিরতন বিহারের আধুনিক রুপকার,সাহিত্য বিনোদ, ত্রিপিটক বিশারদ প্রয়াত পন্ডিত শ্রীমৎ পূর্ণানন্দ মহাথেরো’র ২৩তম স্মৃতিবার্ষিকী গ্রামবাসী উদ্যোগে প্রতিবছরের ন্যায় যথাযথ ধর্মীয় মর্যাদায় ভান্ডারগাঁও তিরতন বিহার প্রাঙ্গণে আগামীকাল ২৮ জানুয়ারি ২০২৩তারিখে অনুষ্টিত হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে প্রয়াত পন্ডিত ভান্তের স্মৃতিচারনসভা ও অষ্ঠউপকরণসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান।
উক্ত মহতী পূণ্যানুষ্ঠানে এতে সভাপতির আসন অলংকৃত করবেন সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতি’র প্রধান উপদেষ্টা সৌম সারথি ভদন্ত শাসনমিত্র মহাথের মহোদয় এবং প্রধান অতিথির হিসাবে উপস্থিত থাকবেন সম্প্রীতি বাংলাদেশ এর যুগ্ন সাধারন সম্পাদক প্রফেসর ড. উত্তম কুমার বড়ুয়া ।
এছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ,অতিথিবৃন্দ ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ বহু পূণ্যার্থীগণ উপস্থিত থাকবেন।
প্রয়াত পন্ডিত শ্রীমৎ পূর্ণানন্দ মহাথেরো’র প্রতি সশ্রদ্ধ নিবেদনে বিভিন্ন সাংগঠনিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের ধর্মপ্রাণ উপাসক-উপাসিকাগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আয়োজক কমিটি অনুরোধ জানিয়েছেন ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.