অনলাইন ডেস্ক : প্রথমে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হন ইংল্যান্ডের অলরাউন্ডার ন্যাট সিভার। এবার আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কারও জিতলেন তিনি। বৃহস্পতিবার তাকে ‘রাসেল হেইহো ফ্লিন্ট’ ট্রফি তথা বর্ষসেরা নারী ক্রিকেটার হিসেবে ঘোষণা দেয় আইসিসি।
বর্ষসেরা নারী ক্রিকেটার হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন ভারতের শ্রীমতি মান্দানা, নিউজিল্যান্ডের আমেলিয়া কের ও অস্ট্রেলিয়ার বেথ মুনিকে।
২০২২ সালে তার ফর্ম নিয়ে সিভার বলেছেন, ‘আমি আমার ফর্ম নিয়ে সত্যিই খুশি। এটা ভেবেই অবাক লাগছে যে গেল বছরে বিশ্বকাপ ছিল। আর বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করা আমার জন্য ছিল বিশেষ কিছু। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচের ইনিংসটিও ছিল অসাধারণ।’
সিভার ২০২২ সালে ৩৩ আন্তর্জাতিক ম্যাচে ১ হাজার ৩৪৬ রান করার পাশাপাশি উইকেট নিয়েছিলেন ২২টি।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.