প্রেসবিজ্ঞপ্তি : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা আজ। বিদ্যা ও ললিতকলার দেবী সরস্বতীর আরাধনায় বাণী অর্চনা পূষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে জ্ঞানের বিকাশ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রার্থনা করেছেন শিক্ষার্থীসহ সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীরা।
সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। সুরের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী।
হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে স্বর্গ থেকে পৃথিবীতে আসেন দেবী সরস্বতী। পঞ্জিকা মতে শনিবার পঞ্চমী তিথি শুরু হওয়ায় মধ্যরাতেই প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সনাতন রীতি অনুযায়ী আজ ভোরে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হয়েছে। এরপর চরণামৃত নেন ভক্তরা। আর সকাল নয়টা নাগাদ মন্ডপগুলোতে শুরু হয়েছে বাণী অর্চনা । এদিকে চট্টগ্রামে মহানগর সহ বিভিন্ন উপজেলা ও রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা আরতি।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.