অনলাইন ডেস্ক : আর্জেন্টিনার জার্সিতে শোভা পাচ্ছে তিন তারকা। ২০২২ বিশ্বকাপের ফাইনালের পর উদযাপনের মঞ্চেই এই দৃশ্যের দেখা মিলেছিল। জার্সিতে ‘তিন তারকা’ নিয়েই উৎসবে মেতেছিলেন লিওনেল মেসিরা।
সেই উৎসব শেষে বিশ্বকাপজয়ীরা যার যার ক্লাবে ফিরে গেছেন। ফলে আনুষ্ঠানিকভাবে এখনও ‘তিন তারকা’ জার্সি পরে মাঠে নামেনি আলবিসেলেস্তেরা। এবার সেই আক্ষেপ মিটছে। আগামী মার্চেই ঘরের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, মার্চের শেষদিকে ফের মাঠে নামবে মেসিবাহিনী। এর একটি ম্যাচ হবে মনুমেন্টাল স্টেডিয়াম এবং অন্যটি হতে পারে রিভার প্লেটের মাঠে। প্রায় এক বছরের বেশি সময় ধরে রিভারের মাঠে খেলেনি আর্জেন্টিনা দল। সর্বশেষ ২০২১ সালের ১৪ অক্টোবর পেরুর বিপক্ষে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১-০ গোলে জয় তুলে নিয়েছিল স্বাগতিকরা।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.