প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০২৩, ৩:৪৬ অপরাহ্ণ
রামগড়ে শেখ কামাল আন্তঃ স্কুল, মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতাঃ পার্বত্য খাগড়াছড়ি রামগড় উপজেলায় শেখ কামাল আন্ত: স্কুল মাদ্রাসা, অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার(২৫ জানুয়ারী) দুপুরে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আবু কাউছার, রাসউবি এর প্রধান শিক্ষক(ভা:) আবদুল কাদের ও সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল গাজী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. সাদ্দাম হোসেন, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা রামেশ্বর শীল, উপজেলা ক্রীড়া কমিটির সদস্য-সদস্যাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমূখ। প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহন করেন। পরে প্রতিটি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.