অনলাইন ডেস্ক : সৌদি লিগে আল এত্তিফাকের বিরুদ্ধে ম্যাচের আগে ১৩টি ম্যাচ খেলেছিল আল নাসের। ঘরের মাঠে এত্তিফাকের বিরুদ্ধে আল নাসেরের ম্যাচটা আসলে ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যাচ। রবিবার এত্তিফাককে ১-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ল রোনালদোর নতুন দল। যদিও এদিন কোনো গোলের দেখা পাননি এ পর্তুগিজ তারকা।
ম্যাচে দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আন্দেরসন তালিসকা। এদিন ‘সিউউউউ’ সেলিব্রেশন দেখার সুযোগ হয়নি আল নাসের সমর্থকদের। তবে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের পারফরম্যান্স চোখ জুড়িয়েছে। রোনালদো গোল না করতে পারলেও ৯০ মিনিটই খেলেছেন। এটাও একটা স্বস্তির কারণ। বয়স যাই হোক, এখনও যে পুরো ম্যাচ খেলার মতো ফিটনেস রয়েছে রোনালদোর, তা আরও একবার দেখিয়ে দিলেন ইউরোপিয়ান ফুটবলে সদ্য প্রাক্তন।
এত্তিফাকের বিরুদ্ধে ১-০’র জয়ে সৌদি প্রো লিগ টেবলে শীর্ষস্থান দখল করল আল নাসের। ১৪ ম্যাচ খেলে এই নিয়ে দশম জয়। ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। যদিও দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের সঙ্গে পার্থক্য মাত্র ১ পয়েন্টের। শেষ পাঁচ ম্যাচে তৃতীয় জয়। উল্লেখ্য, কাতার বিশ্বকাপের পরে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে আল-নাসরে নাম লেখান রোনালদো। কিন্তু নিষেধাজ্ঞার কারণে এতদিন দলটির হয়ে মাঠে নামতে পারেননি তিনি।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.