অনলাইন ডেস্ক : সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে সম্প্রতি মেসি-রোনালদোর মধ্যকার দ্বৈরথ ফুটবল বিশ্বে বাড়তি উন্মাদনা ছড়িয়েছে। গত ১৯ জানুয়ারি এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় রিয়াদ অল-স্টার ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচটিতে দুই দলকে ছাপিয়ে পরিণত হয় মেসি-রোনালদোর দ্বৈরথের। অনেকের মতে ওই ম্যাচটিই দুই জনের মুখোমুখি শেষ ম্যাচ।
যেখানে ৫-৪ গোলে জিতে মেসি বাহিনী। হাইভোল্টেজ ওই ম্যাচের পর পিএসজি ফুটবলারদের জার্সি নিলামে তোলা হয়েছে। ক্লাবটির ১৭ খেলোয়াড়ের সবার জার্সিই নিলামে তোলা হয়।
তবে নেইমার-এমবাপ্পে-রামোসদের জার্সির তুলনায় মেসির ব্যবহৃত জার্সি নিয়েই বেশি শোরগোল হয়েছে। সেই জার্সি নজর কেড়েছে সবার। এখনও পর্যন্ত নিলামে মেসির জার্সির দাম উঠেছে পঁচিশ হাজার ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ লাখ টাকা। খবর মার্কা।
এখানেই শেষ নয়। নিলাম চলবে আরও আটদিন। তাই ধারণা করা হচ্ছে লিওনেল মেসির জার্সির দাম আরও বাড়তেই পারে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.