অনলাইন ডেস্ক : শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বৃত্তি তহবিল কর্তৃক আয়োজিত ২০২২ পর্বের মেধাবৃত্তির অর্থ প্রদান অনুষ্ঠান এস জেড এইচ এম ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।১৯ জানুয়ারি বৃহষ্পতিবার ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইনের সঞ্চালনায় “শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বৃত্তি তহবিল” পরিচালনা পর্ষদ-এর সভাপতি প্রফেসর আবু মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ জাহেদুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চ.বি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪নং চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর মোঃ এসরারুল হক, ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। এ সময় আরও উপস্থিত ছিলেন বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ সাধারন সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন প্রমূখ। শেষে মিলাদ কিয়াম ও মুনাজাত করা হয়।১ম পর্বে স্কুল, কলেজ ও মাদ্রাসার ১১১ জন শিক্ষার্থীকে প্রায় ৭ লক্ষ টাকার বৃত্তির অর্থ প্রদান করা হয়। ভবিষ্যতে এর পরিধি আরো বাড়বে বলে জানান এস জেড এইচ এম ট্রাস্ট।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.