নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ আজ বন্দরের নিরাপত্তা বিভাগের দপ্তর সংলগ্ন এলাকায় চিটাগাং পোর্ট সিসিটিভি কমান্ড কন্ট্রোল সেন্টার উদ্বোধন কালে এ কথা জানান। তিনি জানান এখন থেকে পুরো বন্দরের সব কাজ সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করা হবে। চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে ৫১৩ সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে। এর সঙ্গে কয়েক মাসের মধ্যে আরো তিন শতাধিক ক্যামেরাযুক্ত হবে। বন্দর সূত্রে জানা গেছে ইন্টারন্যাশনাল শিপ এন্ড পোর্ট ফেসিলিটি সিকিউরিটি কমপ্লায়েন্স জন্য বন্দরের শতভাগ এলাকা সিসিটিভির আওতায় আনা বাধ্যতামূলক। এরই অংশ হিসেবে সিসিটিভির সংখ্যা বাড়ানো হচ্ছে। এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে বন্দর চ্যানেলের দেশি বিদেশি জাহাজ নিরাপদে আনা নেওয়ার জন্য শক্তিশালী ক্যামেরা নিয়ন্ত্রিত ভিটি এমআইএস সিস্টেম, কন্টেইনার টার্মিনাল ও ইয়ার্ডের জন্য সিটিএমএস সিস্টেম চালু করেছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.